স্যারের ক্লাসে ঘুমানো
আমাদের প্রাইমারীর এক স্যার প্রায়ই ক্লাসে ঘুমাতেন। নাক ডাকত। আমরা মাঝে মধ্যে ক্লাসশুদ্ধু ছেলেমেয়ে হেসে উঠতাম। স্যার অল্প একটু জেগে আবার ঘুমিয়ে যেত। এভাবে চলত পাঠদানের বদলে ঘুমদান ।
একবার স্যার ক্লাসে একটা পাতার বিড়ি ধরাল্। আমরা সকলে বসে স্যারের বিড়ি খাওয়া দেখছি। হঠাৎ সেই বিড়ি হাতে স্যার ঘুমিয়ে পড়ল। স্যার জেগে দেখে বিড়ি নিভে গেছে। আবার ম্যাচের কাঠি জ্বালালো! বিড়ি ধরাল্। কিন্তু আবার ঘুম। এভাবে চলতে থাকল গোটা ক্লাসের সময় জুড়ে। স্যার পাঠদানের পরিবর্তে বিড়ির ধোয়া দান করে চলে গেলেন।
স্যার চলে গেলে আমি ম্যাচের কাঠিগুলি গুনলাম, দেখি চৌদ্দটা কাঠি। অর্থাৎ স্যার চৌদ্দবার বিড়িটা ধরিয়েছিলেন কিন্তু অর্ধেক বিড়ি শেষ না হতেই টাইম ওভার! স্যারও চলে গেলেন।
(Visited 8 times, 1 visits today)